জল থই থই স্কুলের আঙ্গিনা! [ছবি]
৩ অক্টোবর ২০২০ ০৮:১৩ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৫:০৫
গত কয়েক মাসে দফায় দফায় বন্যা দেখা দিয়েছে দেশের বিভিন্ন এলাকায়। রাজধানী ঢাকার নিম্নাঞ্চলগুলোও প্লাবিত হয়েছে এই বন্যায়। এর কবল থেকে বাদ পড়েনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোও। অথচ দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ শনাক্ত হওয়ার পর সেই মার্চ থেকে বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানগুলো। এরকম পরিস্থিতিতে বন্যার পানি উঠে বেহাল অবস্থা রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকার ‘কাজলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র।
ঢুকতেই দেখা গেল, বিদ্যালয়ে মাঠ বলতে কিছু নেই, বন্যার পনি ঢুকে পুরোটাই পরিণত হয়েছে অগভীর পুকুরে। শুধু স্কুলের মাঠ নয়, ক্লাসরুমগুলোতেও পৌঁছে গেছে সেই পানি। স্কুল ভবনের দেয়ালগুলোও ক্ষতিগ্রস্ত হচ্ছে জমে থাকা এই পানির কারণে। দিনের পর দিন বদ্ধ এই পানি থেকে রীতিমতো ছড়াচ্ছে দুর্গন্ধ।
কাজলারপাড় সাকারি প্রাথমিক বিদ্যালয়ের ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
কাজলা কাজলারপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয় টপ নিউজ বন্যায় প্লাবিত বন্যার পানি যাত্রাবাড়ী