ফেলে দিলেও ফেলনা নয়! [ছবি]
৩ অক্টোবর ২০২০ ০৯:২৫ | আপডেট: ৩ অক্টোবর ২০২০ ১৪:৫৯
প্রচণ্ড গরমে হাসফাঁস, চটজলদি দোকান থেকে কিনে নিলেন ফ্রিজে রাখা পানি কিংবা কোল্ড ড্রিংসের বোতলটি। প্রাণটা যেন জুড়ালো। খাওয়াও শেষ, বোতলটাও ছুঁড়ে ফেলে দিলেন দোকানের ময়লার ঝুড়িটায়। এরকম প্রতিদিন হাজার হাজার বোতল জমা হচ্ছে ময়লার ঝুড়িতে, সেখান থেকে ভাঙারির দোকানে।
কেবল দোকান নয়, বাসাবাড়ি থেকেও প্রতিদিন এমন হাজার হাজার প্লাস্টিকের বোতল জমা হচ্ছে ডাস্টবিনে কিংবা ওই ভাঙারির দোকানে। পানি, কোমল পানীয়, রান্নার তেল, চুলের তেল, শ্যাম্পু, কনডিশনার— প্রতিদিন এমন অসংখ্য পণ্যের প্লাস্টিকের বোতল পরিণত হয় বর্জ্যে। কিন্তু সেগুলো কি আসলেই বর্জ্য হিসেবেই থেকে যায়?
অন্তত রাজধানী ঢাকাতে সেটি ঘটে না। ভাঙারির দোকান থেকে যেমন, তেমনি ডাস্টবিন থেকে টোকাইদের হাত ঘুরে সেই বোতলের বড় একটি অংশ চলে যায় হাজারীবাগ বেড়ি বাঁধ এলাকায়। সেখানে রয়েছে ভাঙারির কারখানা। সেখানে বোতালগুলো বাছাই হয়, এরপর মেশিনে গুঁড়ো করা হয় সেগুলো। সেই গুঁড়ো শুকিয়ে নিয়ে যাওয়া হয় পুরান ঢাকার প্লাস্টিক পণ্য নির্মাণ কারখানায়। প্লাস্টিক গুঁড়ো থেকে সেখানে ফের উৎপাদন করা হয় নতুন প্লাস্টিক পণ্য।
হাজারীবাগের ভাঙারি কারখানা থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ