কাশ বলছে শরৎ এখন [ছবি]
২০ সেপ্টেম্বর ২০২০ ০৯:১০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১৩:১৪
প্রকৃতিতে শরৎ। কোনোদিনের কাঠফাঁটা গরম আর কোনোদিনের মন ভার করা আকাশ দেখে অবশ্য কখনো কখনো সেটি আন্দাজ করা কঠিন হয়ে পড়ছে। তারপরও হঠাৎ হঠাৎ পড়ন্ত বিকেলে সূর্যের নরম সোনালি রোদের ঝিলিক যখন নীল আকাশে সাদা মেঘের ভেলা ফুঁড়ে বেরিয়ে আসে, একটু হাওয়া দোল দিয়ে যায় গাছের ডালে— মনে হয় এই তো শরৎ।
আমাদের এই জনপদে শরতের সঙ্গে প্রায় সমার্থকে পরিণত হওয়া যে কয়েকটি অনুষঙ্গ রয়েছে, তার মধ্যে একটি হলো কাশফুল। একটা সময় দেশের বিভিন্ন এলাকায় নদীর তীর ঘেঁষে বিস্তীর্ণ এলাকাজুড়ে দেখা মিলত কাশবনের। বিকেলবেলাটা যেন বরাদ্দ ছিল সেই কাশবনে কিছুটা সময় কাটানোর জন্য।
দিনে দিনে সেই কাশবনের দেখা আগের মতো মেলে না সবখানে। তারপরও রাজধানীর নাগরিক জীবনে সেই কাশফুলের দেখা মিলছে আফতাবনগর আর দিয়া বাড়িতে। গত কয়েকবছর হলো তাই শরতের এই সময়টায় রাজধানীবাসীর বিকেলের ফুসরতের সময়টায় অন্যতম গন্তব্য সেই আফতাবনগর অথবা দিয়া বাড়ি। খোলা মাঠে কাটানো সময়ের স্মৃতি বন্দি হয় সেলফিতে, ডিএসএলআর ক্যামেরায়।
আফতাবনগর থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ