Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুরনো টিভির ডাক্তারখানা! [ছবি]


২০ সেপ্টেম্বর ২০২০ ০৮:৪০ | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২০ ১২:৩৩

এখন তো ঘরে ঘরে টেলিভিশন তথা টিভি। সেই টিভি যখন নষ্ট হয়, মেরামতযোগ্যগুলো ঠিক ঠিক মেরামত হয়ে ফিরে আসে ঘরে। কিন্তু যেগুলো মেরামতের অযোগ্য, সেগুলো? অকেজো হয়ে পড়া এই টিভিগুলো ইলেকট্রিশিয়ানের দোকান হয়ে শেষ পর্যন্ত চলে যায় বাতিলের খাতায়। আবার অনেক সময় নতুন টিভির আগমনে পুরনোটা হয়তো অপাঙক্তেয় হয়ে পড়ে। তখন পুরনোটার স্থান আর হয় না ঘরের কোথাও। ওই যে রাস্তায় হকার পুরনো জিনিসপত্র কিনে নেয়, তার মাধ্যমেও তখন এসব টিভি হাতবদল হয়ে চলে যায় ঘরে বাইরে।

বিজ্ঞাপন

এরকম অকেজো ও পুরনো হয়ে যাওয়া টিভিগুলোর ডাম্পিং স্টেশন মনে হতে পারে রাজধানীর মোহাম্মদপুর বসিলার এই জায়গাটিকে। কিন্তু আদতে তা নয়। পুরনো ও অকেজো টিভি কিনে এনে রিসাইকেল করা হয় এখানে। কেউ কেউ বলে থাকেন ‘টিভির ডাক্তারখানা’! কোনোটির পিকচার টিউব পাল্টে সচল করা হয়, কোনোটির বাইরের কাঠামোটি বদলে দিয়ে দেওয়া হয় নতুন রূপ। এরপর সেগুলো চলে যায় স্বল্প আয়ের মানুষদের কাছে ‘নতুন টিভি’ হয়ে।

বসিলা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান

টিভি মেরামত পুরনো টিভি রিসাইকল

বিজ্ঞাপন

বগুড়ায় বিমানবন্দর চালুর উদ্যোগ
১১ জানুয়ারি ২০২৫ ১৯:৪৮

আরো

সম্পর্কিত খবর