ফিশারি ঘাটের রূপালি ঝলক, পৌঁছে যাচ্ছে সারাদেশে [ছবি]
৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:১০ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ১০:১৭
এ বছর জেলেদের জালে ইলিশ একটু বেশিই ধরা পড়ছে। তাতে চট্টগ্রামের ফিশারি ঘাট এলাকা ইলিশে সয়লাব। সাগরে মাছ ধরতে যাওয়া ট্রলারের জেলে থেকে শুরু করে ফিশারি ঘাটের সবাই সে কারণে বেজায় খুশি। কারণ ট্রলারের পর ট্রলার বোঝাই ইলিশ আসতে থাকায় কর্মব্যস্ততা কমার সুযোগ হচ্ছে না। অন্য কথায় ইলিশের বাণিজ্য ঘিরে সংশ্লিষ্ট সবার পকেটই ভারী।
সাগরে মাছ শিকার শেষে ঘাটে ট্রলার ফিরলেই শুরু হয় ব্যস্ততা। জেলেরা ঘাটে নামাতে থাকেন ইলিশ। ঘাটে কেউ ঝুড়িতে ভরছেন, তো কেউ ইলিশ গুনে কূল পাচ্ছেন না। তারপর সেই ইলিশ হচ্ছে বাক্সবন্দি। চলছে সারাদেশের বিভিন্ন গন্তব্যে। ইলিশের মৌসুমজুড়ে যত বেশি দিন ধরে এমন ব্যস্ততা থাকবে, ফিশারি ঘাটের সবার মুখের হাসিও ততটাই চওড়া হয়ে উঠবে।
চট্টগ্রামের ফিশারি ঘাট থেকে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী