আবর্জনায় ‘শ্বাসরুদ্ধ’ ত্রিমোহনী খাল [ছবি]
৯ সেপ্টেম্বর ২০২০ ০৮:১৫ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০২০ ০৯:৪৩
রাজধানীর নন্দীপাড়ায় অবস্থান ত্রিমোহনী খালের। একসময় ছিল বড় খাল। দিনের পর দিন ময়লা আর আবর্জনায় সেই খাল পরিণত হয়েছে ভাগারে। এলাকাবাসী বলছেন, ‘শ্বাসরুদ্ধ’ হয়ে খালটি এখন বেঁচে নেই বললেই চলে। বিভিন্ন সময় বিভিন্ন কর্তৃক্ষ খালটি উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ছে। এলাকাবাসীর দাবি, প্রায় মৃত খালটিকে উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হোক তাদের কাছে। ত্রিমোহনী খালের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ