কোরবানি সেই যেখানে সেখানেই, উপেক্ষিত স্বাস্থ্যবিধি [ছবি]
১ আগস্ট ২০২০ ২১:০০ | আপডেট: ২ আগস্ট ২০২০ ১২:৫৪
গত কয়েক বছর ধরেই ঈদুল আজহা তথা কোরবানির ঈদে রাজধানীবাসীকে যত্রতত্র কোরবানি দিতে নিরুৎসাহিত করা হচ্ছে। তবে দুই সিটি করপোরেশন নানাভাবে প্রচারণা চালিয়েও খুব একটা সুবিধা করতে পারেনি। করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি থাকায় অনেকেই ধারণা করেছিলেন, এ বছর হয়তো চিত্র কিছুটা পাল্টাবে। কিন্তু সেই আশা পরিণত হয়েছে দুরাশায়। ঈদুল আজহার দিনে সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় ঘুরে দেখা গেছে, বরাবরের মতোই পশু কোরবানি হয়েছে যেখানে সেখানে। বেশিরভাগ স্থানেই সেটি এলাকার মূল সড়কের ওপরে।
রাজধানীর যাত্রাবাড়ী, মতিঝিল, মগবাজার, পুরান ঢাকার একাধিক এলাকা, বনানী, নাখালপাড়া এলাকা ঘুরে এই চিত্র দেখা গেছে। দেখা যায়, রাজধানীবাসী তো নির্দিষ্ট স্থানে কোরবানির আহ্বানকে পাত্তাই দেননি, উপরন্তু স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কোরবানি করার সময় যে স্বাস্থ্য সুরক্ষা নির্দেশনা অনুসরণ করতে বলা হয়েছিল, বুড়ো আঙুল দেখানো হয়েছে তাকেও।
সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমানের ছবিতে দেখুন রাজধানীতে কোরবানির চিত্র।
ঈদুল আজহা উপেক্ষিত স্বাস্থ্যবিধি কোরবানি টপ নিউজ যত্রতত্র কোরবানি স্বাস্থ্যবিধি