Friday 03 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সামাজিক দূরত্বের ঈদ জামাত, দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনা [ফটো]


১ আগস্ট ২০২০ ১১:৪৯ | আপডেট: ১ আগস্ট ২০২০ ১৩:০৪

ঈদুল আজহা। মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম উৎসব। পশু কোরবানির অনুষঙ্গে এই ঈদের মূলমন্ত্র আত্মত্যাগের মহিমায় উজ্জীবিত হওয়া। কিন্তু বৈশ্বিক মহামারি করোনাভাইরাস পরিস্থিতি ঈদের চিরচেনা রূপ পাল্টে দিয়েছে। ‘সামাজিক দূরত্ব’ আর স্বাস্থ্যবিধির প্রভাব পড়েছে ঈদ জামাতেও। ঈদগাহে মহাসমারোহে ঈদের নামাজের জন্য শ্রেণিপেশা নির্বিশেষে সবাই জড়ো হলেও এ বছর সেই নামাজ পড়তে হচ্ছে মসজিদে, সেটাও সামাজিক ‍দূরত্ব বজায় রেখে। নেই কোলাকুলি।

বিজ্ঞাপন

করোনাভাইরাসের চলমান দুর্যোগের মধ্যেই আবার দেশের ৩৪টি জেলায় হানা দিয়েছে বন্যা। এসব এলাকার লাখ লাখ মানুষকে বন্যার কারণে ঘরবাড়ি ছাড়তে হয়েছে। ঈদ আনন্দের আর কিছুই অবশিষ্ট নেই তাদের জন্য।

তারপরও ঈদ তো ঈদই। জাতীয় মসজিদ মোকাররমে সকাল থেকেই অনুষ্ঠিত হয়েছে ঈদ জামাত। ঈদের আগে আগে গোয়েন্দা সংস্থাগুলোর সতর্কবাণীর কারণে মসজিদে তল্লাশিও ছিল একটু কড়া। সবকিছু মিলিয়েই ঈদের নামাজ শেষে করোনাভাইরাস, বন্যাসহ যাবতীয় দুর্যোগ থেকে মুক্তির প্রার্থনায় স্রষ্টার কাছে নত হয়েছেন মুসল্লিরা।

বায়তুল মোকাররম থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

ঈদ জামাত ঈদের নামাজ করোনা থেকে মুক্তি টপ নিউজ দুর্যোগ থেকে মুক্তি প্রার্থনা বায়তুল মোকাররম

বিজ্ঞাপন

না ফেরার দেশে অঞ্জনা
৪ জানুয়ারি ২০২৫ ০১:৫৪

এই তাসকিনকে সমীহ করবেন যে কেউ
৪ জানুয়ারি ২০২৫ ০১:৪৭

আরো

সম্পর্কিত খবর