হাটের প্রস্তুতি, গরু আসছে ঢাকায় [ছবি]
২৪ জুলাই ২০২০ ২০:৩০ | আপডেট: ২৪ জুলাই ২০২০ ২১:২২
করোনাভাইরাস সংকটের এই সময়ে এ বছর কোরবানির জন্য রাজধানীতে পশুর হাট বসবে কি না, তা নিয়েই শঙ্কা ছিল। তবে ঈদুল আজহার যখন বাকি আর এক সপ্তাহ, তখন সে শঙ্কা কেটে গেছে। এরই মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়েছে, দুই সিটি দুইটি স্থায়ী হাটের বাইরে ঢাকায় বসছে ১৬টি হাট। এর মধ্যে উত্তর সিটিতে হাট পাঁচটি, বাকি ১১টি দক্ষিণে।
হাটের ইজারা চূড়ান্ত হতে হতেই অবশ্য রাজধানীতে শুরু হয়ে গেছে গরুর আগমন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে খামারি, গরু ব্যবসায়ী ও ব্যাপারিরা নিয়ে আসছেন গরু। সড়ক পথে ট্রাকে করে যেমন, তেমনি নৌপথে বড় বড় নৌকাতে করেও গরু আনা হচ্ছে। রাজধানীর পোস্তগোলা ব্রিজ থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান