Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনসান সদরঘাট [ছবি]


২৫ জুলাই ২০২০ ০৮:২০ | আপডেট: ২৫ জুলাই ২০২০ ১৩:১৮

ঘাটে সারি সারি দাঁড়িয়ে আছে লঞ্চ, তবে নিশ্চল-নিশ্চুপ

চান্দ্রবর্ষের হিসাবে বছরের এই সময়টা সবদিক থেকেই ব্যস্ততম। এক সপ্তাহ পরেই ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। মুসলিমদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসবও বটে। কর্মসূত্রে দেশের বিভিন্ন স্থানে অবস্থান করতে হয়— এমন অনেকেরই এই ঈদে বাড়ি না গেলেই নয়। ফলে ঈদের আগের এই সময়টিতে বাস টার্মিনাল আর রেলওয়ে স্টেশনের পাশাপাশি সদরঘাটেও থাকে উপচে পড়া ভিড়। পা ফেলার জায়গা থাকে না যেন। দেশের দক্ষিণের জেলাগুলোতে নিজ নিজ বাড়িতে ফিরতে লঞ্চগুলোকেও ধারণক্ষমতার দ্বিগুণ পর্যন্ত যাত্রী তুলে ছুটতে দেখা যায়। অথচ এ বছরে এসে সেই দৃশ্যপট উধাও।

বিজ্ঞাপন

সরেজমিনে সদরঘাটে গিয়ে দেখা যায়, সারি সারি দাঁড়িয়ে রয়েছে লঞ্চ। তবে ওই লঞ্চই শুধু আছে। লঞ্চ ঘিরে আর যা কিছু আয়োজন, তার সবই বন্ধ। করোনাভাইরাসের (কোভিড-১৯) কেড়ে নিয়েছে চিরচেনা চিত্র। স্বাস্থ্যবিধি মেনে লঞ্চ চলাচলের অনুমতি থাকলেও খুব বেশি লঞ্চ চলছে না কোনো রুটেই। বাড়ি ফেরার স্বাভাবিক তাড়াও তাই নেই। তিল পরিমাণ ধারণক্ষমতা না থাকা এই সময়ের সদরঘাট সুনসান পড়ে রয়েছে যেন পোড়োবাড়ির মতো। ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

অবসর ঈদযাত্রা লঞ্চ সদরঘাট সুনসান নিরবতা

বিজ্ঞাপন

দেশপ্রেম ও মেধা পাচার
৮ জানুয়ারি ২০২৫ ১৭:৪৪

আরো

সম্পর্কিত খবর