Wednesday 08 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডুবে থাকা ঢাকা [ছবি]


২০ জুলাই ২০২০ ১১:০৩ | আপডেট: ২০ জুলাই ২০২০ ১৪:৫১

বাংলা পঞ্জিকা জানাচ্ছে – শ্রাবণ মাস, বর্ষাকাল। এমনিতেই বাংলার বর্ষা জগদ্বিখ্যাত। তার ওপর ঢাকা মহানগরীর বর্ষা একেবারে অপ্রতিদ্বন্দ্বী। সারা রাত বৃষ্টি পড়লে মন যতটা না স্বস্তি খুঁজে পায়, তার কয়েকগুন বেশি অস্বস্তি এনে দেয় সকালের ডুবে থাকা ঢাকা। প্রতি বছর একই চিত্র, ঘুরে ফিরে নাগরিকের অবিকল একই ভোগান্তি। প্রতিদিনের মতোই সোমবার (২০ জুলাই) সকাল থেকে কর্মব্যস্ত মানুষ রাস্তায় নেমেছেন। হাঁটু-কোমড় পানিভেঙ্গে তারা পৌঁছে গেছেন গন্তব্যে। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে এলাকা থেকে জলাবদ্ধ ঢাকার রাস্তার চালচিত্র, ছুটে চলা গণপরিবহন আর ব্যক্তিগত বাহন নিয়ে ধুঁকতে থাকা নাগরিকদের ছবি তুলেছেন সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান এবং ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

ডুবে থাকা ঢাকা ঢাকা বর্ষাকাল শ্রাবণ মাস