দে দে পাল তুলে দে… [ছবি]
১৮ জুলাই ২০২০ ০৮:৫০ | আপডেট: ১৮ জুলাই ২০২০ ১৪:০৯
পালতোলা নৌকা। নদীবিধৌত বাংলাদেশের কথা বললেই যেন চোখে ভেসে ওঠে নৌকা। একটা সময় পর্যন্ত যখন নৌকাই ছিল এ দেশের মানুষের চলাচলের অন্যতম বাহন, তখন হরেকরকম নৌকার মধ্যেও আলাদা করে চোখে পড়ত পালতোলা নৌকা। পাল উড়িয়ে বাতাসের টানে ভেসে যাওয়া সেসব নৌকার দিন আর নেই। অথচ নৌপথের ছোট ছোট দূরত্বের জন্য তখন ভরসা ছিল এসব নৌকা। একসময় শ্যালো ইঞ্জিনের যান্ত্রিকতা এসব নৌকাকে ‘সেকেলে’ করে দেয়। তারপর সড়কপথের অভাবনীয় অগ্রগতিতে নৌপথই হয়ে পড়ে ‘সেকেলে’। নদীর বুকে বাহারি রঙের পালতোলা নৌকার দেখা তাই এখন মেলে কালেভদ্রে।
বর্ষার এই মৌসুমে বুড়িগঙ্গায় পালতোলা কিছু নৌকাকেই ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ