Thursday 09 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অম্ল-মধুর লটকনের দেশে… [ফটো]


১৫ জুলাই ২০২০ ০৯:১০ | আপডেট: ১৫ জুলাই ২০২০ ১২:৫৩

লটকনের আবাদের কারণে নরসিংদীর নামই হয়ে গেছে ‘লটকনের দেশ’। দেশের বাজারের লটকনের সবচেয়ে বড় অংশটিরই জোগান এই জেলা থেকে যায়

প্রায় ৩০ বছর আগের কথা। নরসিংদীর বেলাবো উপজেলার লাখপুর গ্রামে প্রথম শুরু হয় অপ্রচলিত ফল লটকনের আবাদ। তবে সে ফল আর বেশি দিন অপ্রচলিত থাকেনি। বেলাবো ও শিবপুর উপজেলার কয়েকটি ইউনিয়নের লাল মাটির এলাকায় লটকন চাষের প্রসার ঘটতে থাকে। লটকন আবাদে অর্থনৈতিকভাবে লাভবান হওয়ায় আগ্রহ বাড়তে থাকে কৃষকদের। বর্তমানে নরসিংদীর অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে একসময়কার অপ্রচলিত অম্ল-মধুর ফল লটকন।

বিজ্ঞাপন

মৌসুমী এ ফলের বেচাকেনাকে ঘিরে জেলার মরজাল ও শিবপুর বাজারে গড়ে উঠেছে লটকনের বিশাল বাজার। প্রতিদিন ভোরে দেশের বিভিন্ন জেলার পাইকারি ক্রেতারা এসে এসব বাজার থেকে কিনে নিয়ে যান লটকন। পর্যায়ক্রমে হাত বদল হয়ে রাজধানী ঢাকা থেকে এসব লটকন চলে যাচ্ছে বিদেশের বাজারেও। অনেকে সরাসরি জমি থেকে লটকন কিনে সরবরাহ করছেন দেশ-বিদেশের বাজারে।

নরসিংদীর বেলাবো উপজেলার লাখপুর গ্রাম ও রায়পুরা উপজেলার মরজাল বাজার থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট মো. হাবিবুর রহমান

নরসিংদী লটকন লটকন আবাদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর