Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নৌকা কিনে দেবো…’


১০ জুলাই ২০২০ ১২:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২০ ১৬:৫৭

কাঠের মান আর আকৃতির ওপর নির্ভর করে নৌকার দাম। তিন থেকে ১০ হাজার টাকা, বা তার চেয়ে বেশি দামের নৌকার দেখাও মিলবে এই বাজারে

বর্ষা মৌসুম মানেই বানের জলে উপচে পড়া ডাঙ্গা। পদ্মা-যমুনা, ধলেশ্বরী-ইছামতি, কালীগঙ্গাতে ভরা যৌবন। নদী বিধৌত এলাকাগুলোতে এই ভরা বর্ষার মৌসুমে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের অনেক এলাকাতেই তখন ‘চলার পথ’ ডুবে যায় পানিতে। চলচেলে ভরসা কেবল নৌকা। আবার এই সময়টাতে অনেকেই মাছ ধরতে নেমে পড়েন পুরোদমে। তাদেরও একমাত্র বাহন এই নৌকা। তাই বর্ষা মৌসুম শুরু হতে না হতেই এসব এলাকায় নৌকা, বিশেষ করে  ডিঙ্গি নৌকার বেশ চাহিদা দেখা যায়। সেই চাহিদার বড় একটি অংশই পূরণ করে থাকে মানিকগঞ্জের ‘ঘিওর ডিঙ্গি নৌকার হাট’। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই হাটে।

বিজ্ঞাপন

প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা ঘিওরের এই ডিঙ্গি নৌকার হাটের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান

ঘিওর ডিঙ্গি নৌকার হাট টপ নিউজ ডিঙ্গি নৌকার হাট নৌকার হাট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর