১০ জুলাই ২০২০ ১২:৫৮ | আপডেট: ১০ জুলাই ২০২০ ১৬:৫৭
কাঠের মান আর আকৃতির ওপর নির্ভর করে নৌকার দাম। তিন থেকে ১০ হাজার টাকা, বা তার চেয়ে বেশি দামের নৌকার দেখাও মিলবে এই বাজারে
বর্ষা মৌসুম মানেই বানের জলে উপচে পড়া ডাঙ্গা। পদ্মা-যমুনা, ধলেশ্বরী-ইছামতি, কালীগঙ্গাতে ভরা যৌবন। নদী বিধৌত এলাকাগুলোতে এই ভরা বর্ষার মৌসুমে মানিকগঞ্জ, সিরাজগঞ্জ, টাঙ্গাইলের অনেক এলাকাতেই তখন ‘চলার পথ’ ডুবে যায় পানিতে। চলচেলে ভরসা কেবল নৌকা। আবার এই সময়টাতে অনেকেই মাছ ধরতে নেমে পড়েন পুরোদমে। তাদেরও একমাত্র বাহন এই নৌকা। তাই বর্ষা মৌসুম শুরু হতে না হতেই এসব এলাকায় নৌকা, বিশেষ করে ডিঙ্গি নৌকার বেশ চাহিদা দেখা যায়। সেই চাহিদার বড় একটি অংশই পূরণ করে থাকে মানিকগঞ্জের ‘ঘিওর ডিঙ্গি নৌকার হাট’। দূর-দূরান্ত থেকে ক্রেতারা আসেন এই হাটে।
প্রায় অর্ধশত বছর ধরে চলে আসা ঘিওরের এই ডিঙ্গি নৌকার হাটের ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
-
-
ঘিওর সরকারি কলেজ সংলগ্ন কেন্দ্রীয় ঈদগাহ মাঠে বসে নৌকার বিশাল এ বাজার। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে বেচাকেনা। হাটের দিনে ক্রেতা-বিক্রেতার আনাগোনা থাকে একটু বেশিই
-
-
নৌকা যাচ্ছে হাটে… সিরাজগঞ্জ, টাঙ্গাইল ও ঢাকার সাভারের নৌকা নির্মাতারা এই হাটে নিয়ে আসেন নৌকা
-
-
এ যেন ঘোড়ায় চড়িয়া নৌকা হাটেতে আসিলো!
-
-
মেহগনি, কড়ই, আম, চাম্বল, রেইন ট্রি, শিমুলসহ বিভিন্ন গাছের কাঠ দিয়ে নৌকাগুলো তৈরি করা হয়
-
-
কাঠের মান আর আকৃতির ওপর নির্ভর করে নৌকার দাম। তিন থেকে ১০ হাজার টাকা, বা তার চেয়ে বেশি দামের নৌকার দেখাও মিলবে এই বাজারে
-
-
ঝিনুকের মতো দেখতে হলেও ছবি কিন্তু সারি সারি সাজানো ডিঙ্গি নৌকার!
ঘিওর ডিঙ্গি নৌকার হাট
টপ নিউজ
ডিঙ্গি নৌকার হাট
নৌকার হাট