৪ জুলাই ২০২০ ১৬:২৭ | আপডেট: ৪ জুলাই ২০২০ ১৮:২২
বিবাহের উপকরণসহ ব্রাহ্মণ দিয়ে বৈদিকমন্ত্র পাঠ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। পাশাপাশি বহু লোকের খাবারেরও আয়োজন করা হয়েছিল।
ঢাকঢোল আর বাদ্যযন্ত্র বাজিয়ে প্রায় ৫০০ বছর আগে বিয়ে দেওয়া হয়েছিল একটি বট ও একটি পাকুড়ের। সে সময় সনাতন ধর্ম বিশ্বাস অনুসারে বটগাছকে নারী আর পাকুড় গাছকে পুরুষ ধরা হতো। ধামরাই উপজেলার যাদবপুর ইউনিয়নের সাইট্টা গ্রামে দেবীদাস বংশের পূর্বপুরুষরা তাদের জমির ওপর গাছ দুটি রোপন করে তাদের বিয়ে দেন। সেই থেকে সুখে শান্তিতে সংসার করে চলেছে এই দম্পতি। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো জার্নালিস্ট হাবিবুর রহমান।
-
-
বিবাহের উপকরণসহ ব্রাহ্মণ দিয়ে বৈদিকমন্ত্র পাঠ করে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। পাশাপাশি বহু লোকের খাবারেরও আয়োজন করা হয়েছিল।
-
-
এই গাছ দুটিকে হিন্দু সম্প্রদায়ের মানুষ তাদের দেবতা বলে বিশ্বাস করেন
-
-
বটগাছটির নিচে কালী মন্দির নির্মাণ করে সেখানে কালী, সরস্বতী, বুড়ির পূজা, দশমী ও বাসন্তী মেলাসহ বিভিন্ন অনুষ্ঠান করে থাকে
-
-
অনেকে নানা অসুখ-বিসুখে মানতও করে থাকেন
-
-
গাছ দুটি ঘিরে রয়েছে নানা জনশ্রুতি
-
-
বর্তমানে অসংখ্য ডাল-পালা আর শিকড় ছেড়ে দিয়ে ৫ বিঘা জমি দখল করে আছে গাছদুটি
৫০০
গাছ
পাকুর
বছর
বট