হলি আর্টিজান: নৃশংস তাণ্ডবের ৪ বছর
১ জুলাই ২০২০ ২৩:১৫ | আপডেট: ২ জুলাই ২০২০ ০০:৪৬
হলি আর্টিজান। রাজধানী ঢাকার গুলশান এলাকার সুপরিচিত এক রেস্তোরাঁ। ৪ বছর আগের এক রাতে নারকীয় তাণ্ডবের সাক্ষী হয় বাংলাদেশে কর্মরত ভিনদেশি নাগরিকদের কাছে জনপ্রিয় রেস্তোরাঁটি। জঙ্গিদের নৃশংস হামলা কেড়ে নেয় দেশি-বিদেশি ২২ জনের প্রাণ। নিহতদের মধ্যে ছিলেন ইতালি, জাপান ও ভারতের নাগরিক। আজ ১ জুলাই সেই জঙ্গি তাণ্ডবের ৪ বছর পূর্তি। হামলার পর প্রতিবছর এই দিনটিতে সবাই নিহতদের শ্রদ্ধা জানাতে ছুটে যান হলি আর্টিজান রেস্তোরাঁয়। করোনাভাইরাসের কারণে এবার সে সুযোগ রাখা হয়েছিল সীমিত। আনুষ্ঠানিকভাবে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে শ্রদ্ধা। বিদেশি দূতাবাসগুলোর প্রতিনিধিদেরও দুয়েকজন করে এসেছিলেন নিহতদের স্মরণ করতে। এসেছিলেন ঢাকায় কর্মরত বিদেশি কয়েকজন নাগরিক।
হলি আর্টিজান প্রাঙ্গণ থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
হলি আর্টিজান হলি আর্টিজান হামলা হলি আর্টিজানে নিহতদের প্রতি শ্রদ্ধা