Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভরসার হাত


১৯ জুন ২০২০ ২০:০৪

করোনাভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া, চিকিৎসা নেওয়ার বিষয়গুলো স্বাভাবিকতা হারিয়েছে। অনেকেই অসুস্থ হলেও ভর্তি হতে পারছেন না হাসপাতালে। একাধিক হাসপাতাল ঘুরে চিকিৎসা না পেয়ে মৃত্যুর অভিযোগও পাওয়া যাচ্ছে। এ অবস্থায় হাসপাতাল মানেই যেন আতঙ্ক।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সামনে তোলা এই ছবিতে দেখা যাচ্ছে একজন প্রসূতিকে। এমন সময়ে প্রসব আর অনাগত সন্তান নিয়ে এমনিতেই কাজ করে দুশ্চিন্তা। কোভিড-১৯ পরিস্থিতি তাকে আরও বাড়িয়ে দিয়েছে। এমন সময়ে স্ট্রেচারে শুয়ে স্বজনের হাতে হয়তো ভরসা খুঁজছিলেন সেই প্রসূতি।

বিজ্ঞাপন

ছবি তুলেছেন সারাবাংলা চট্টগ্রাম ব্যুরোর ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী

করোনা আতঙ্ক করোনাভাইরাস কোভিড-১৯ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল প্রসূতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর