‘দ্য নিউ নরমাল’ (ফটোস্টোরি)
২৯ মে ২০২০ ১২:৩১ | আপডেট: ২৯ মে ২০২০ ১৭:৫৮
নভেল করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট বৈশ্বিক মহামারি কোভিড-১৯ মোকাবিলায় সারা দুনিয়া হিমশিম খাচ্ছে, সে খবর পুরাতন। নতুন খবর হলো – ভাইরাসের গণসংক্রমণ ঠেকাতে আরোপিত লকডাউন থেকে ধীরে ধীরে সব দেশ বেরিয়ে আসছে। যেহেতু, অর্থনীতি- টাকার ব্যাপার এবং ক্ষুধা – খাবার দাবার তাই মানুষ ‘সীমিত পরিসরের’ নামে পুরোপুরিই মাঠে নামার ছক কষছে। তবে, রাস্তায় বেরিয়েই মানুষ নতুন যা কিছুর মুখোমুখি হবে, তাই নিউ নরমাল। ইন্টারনেট থেকে পাওয়া বিখ্যাত কিছু ভাস্কর্যের মুখে মাস্ক পরিয়ে দেওয়া ছবিগুলো নিয়ে আজকের ফটোস্টোরি –
‘দ্য নিউ নরমাল’