ঋষিকুম্ভ মেলার যজ্ঞ
৬ ফেব্রুয়ারি ২০২০ ১৯:১৮ | আপডেট: ৬ ফেব্রুয়ারি ২০২০ ২১:৩৬
তিন বছর পর পর ফিরে আসে ঋষিকুম্ভ ও কুম্ভমেলা। শোভাযাত্রা, দেব-দেবীর পূজা, চণ্ডীযজ্ঞ, গঙ্গা স্নান, ঋষি সম্মেলন, ধর্মীয় সংগীতানুষ্ঠান, ধর্ম মহাসম্মেলন— এমন নানা আয়োজনে মুখর হয়ে ওঠে জনপদ। অংশ নেন দেশ-বিদেশ থেকে আসা ঋষি-সন্ন্যাসীরা।
ঠিক তিন বছর পর চট্টগ্রামের বাঁশখালীতে ফের শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ত্রিবার্ষিক এই আয়োজন ঋষিকুম্ভ। ৩১ জানুয়ারি শুরু হওয়া এই আয়োজন চলবে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত। বর্ণাঢ্য এই আয়োজনে অংশ নেওয়া লাখো পুণ্যার্থীদের জন্য প্রতিদিন দুপুর ও রাতে থাকছে অন্ন প্রসাদ।
ঋষিকুম্ভের অন্যতম অনুষঙ্গ কুম্ভমেলাও জমজমাট হয়ে উঠেছে। লোকজ পণ্যের বিশাল পসরা বসেছে মেলা প্রাঙ্গণে। বাঁশখালী ঋষিধাম থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী