সরিষাক্ষেতের মৌমাছি (ফটোস্টোরি)
২৯ জানুয়ারি ২০২০ ১২:৫৫ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২০ ১৩:৪৭
প্রধান রাস্তা থেকে যতদূর চোখ যায় হলুদের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে যেনো হলুদের নাচন লেগেছে। হলুদের রাজ্যের মাঝে অনাবাদি ক্ষেতে কয়েক ডজন চার কোণাকৃতি কাঠের বাক্স। বাক্সের চারপাশে মৌমাছি কিলবিল করছে। এসব সরিষা ক্ষেতে মৌমাছির ভন ভন শব্দে যেন প্রকৃতি কন্যার বিয়ের সানাইয়ের সুর তুলেছে। এরমধ্যেই জমিতে এসেছেন মধু সংগ্রাহকরা এখান থেকে মধু নিয়ে তারা পৌঁছে দেবেন সারাদেশে। মুন্সীগঞ্জের সিরাজদিখান থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।