টঙ্গীর তুরাগ তীরে লাখো মানুষের ঢল [ফোটো স্টরি]
১২ জানুয়ারি ২০২০ ১৩:৫৩ | আপডেট: ১২ জানুয়ারি ২০২০ ১৪:০৯
গাজীপুরের টঙ্গীতে ৫৫তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে অংশ নিয়েছেন লাখো মানুষ। রোববার (১২ জানুয়ারি) বাংলাদেশে তাবলিগ জামাতের প্রধান মারকাজ কাকরাইল জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা জোবায়ের আহমদের অনুসারীদের অংশগ্রহণে টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হয় আখেরি মোনাজাতের মধ্য দিয়ে। মাওলানা জোবায়ের নিজেই মোনাজাত পরিচালনা করেন।
সারাদেশ থেকে বাস, লঞ্চ ও রেলে চড়ে মুসল্লিরা এসেছেন ইজতেমা ময়দানে। ইজতেমা ময়দানের আশেপাশের এলাকা থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা’র সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।