Tuesday 07 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা তোমাদের ভুলব না’


২১ ফেব্রুয়ারি ২০১৮ ০৬:১৯ | আপডেট: ২৭ অক্টোবর ২০১৮ ১৭:৪৬

রাষ্ট্রভাষা বাঙলার দাবিতে ৫২’র আন্দোলনে প্রাণ দেওয়া জাতির শ্রেষ্ঠ সন্তান ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে সারাদেশ। আজ অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

রাত ১২টা ১মিনিটে রাজধানী ঢাকায় কেন্দ্রীয় শহীদ মিনারে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফুল দিয়ে শহীদদের শ্রদ্ধা জানান।

এরপর জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী শ্রদ্ধাভরে স্মরণ করেন ভাষা শহীদদের।

বিরোধী দলের নেতা রওশন এরশাদ কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান।


শ্রদ্ধা জানান আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে দলের কেন্দ্রীয় নেতারা শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রাষ্ট্রীয় প্রোটোকলে থাকা গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা জানানো শেষে সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। এ সময় যুক্ত ফ্রন্ট থেকে শ্রদ্ধা জানায় বাসদ।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কের নেতৃত্বে শহীদ মিনারে আসে একটি দল।

রাজধানী ঢাকার মতো সারাদেশে জাতির শ্রেষ্ঠ সন্তানদের স্মরণ করা হয় শ্রদ্ধায়।

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া এলাকায় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক।

নিজ এলাকা রংপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান জাতীয় পার্টির চেয়ারম্যান, সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদ।

কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আসে তৃতীয় লিঙ্গের একটি প্রতিনিধি দল।

বিজ্ঞাপন

ভাষার জন্য বাঙালির আত্মত্যাগের ইতিহাস জেনে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান ব্যবসার সুবাদে বাংলাদেশে আসা ক্রোশিয়ার যুবক ফ্লোরিও।

প্রকৃতিও যেন শ্রদ্ধা জানাচ্ছে ভাষা শহীদদের। ছবিটি কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা থেকে তোলা।


মধ্যরাতেও জনতার ঢল দেখা যায় শহীদ মিনার এলাকায়।


ফুলে ফুলে ছেয়ে যায় শহীদ বেদী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর