ছবিতে বড়দিনের সকাল
২৫ ডিসেম্বর ২০১৯ ১৩:০৯ | আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৯ ১৫:৩৫
শীতের কুয়াশামাখা সকাল আর বড়দিনের প্রার্থনা আজ মিলেমিলে এক হয়েছে। খ্রিস্টান ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান বড়দিন উপলক্ষে রাজধানীর গির্জাগুলো সেজেছে নতুন সাজে। ভোরের আলো ফুটতে না ফুটতেই গির্জাগুলোতে ভিড় করতে শুরু করেন খ্রিস্টান ধর্মাবলম্বীরা। শুরু হয় প্রার্থণা। সেইসঙ্গে গির্জার পাশে থাকা কবরস্থানে গিয়ে প্রিয়জনদের স্মরণ করেন অনেকে। ফুল দিয়ে আর মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানান তাদের প্রতি। রাজধানীর ফার্মগেটের হলি রোজারিও চার্চ থেকে বড়দিনের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।