রাজধানীতে গণপরিবহন সংকট, জনভোগান্তি চরমে [ফটোস্টোরি]
২০ নভেম্বর ২০১৯ ১০:২৮ | আপডেট: ১২ আগস্ট ২০২০ ১৮:৩২
ঢাকা: তীব্র গণপরিবহন সংকটের কারণে রাজধানীতে সাধারণ মানুষদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। বুধবার (২০ নভেম্বর) সকালে স্কুল-কলেজের শিক্ষার্থী এবং অফিসগামী মানুষদের সড়কের দুপাশে গাড়ির জন্য অপেক্ষা করতে দেখা যায়। একটি-দুটি পরিবহন আসলেই তাতে যুদ্ধ করে উঠছেন যাত্রীরা। জনভোগান্তির এ চিত্র ধরা পড়েছে সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান-এর ক্যামেরায়। রাজধানীর যাত্রাবাড়ী, শনির আখড়া চিটাগাং রোড থেকে তোলা হয়েছে ছবিগুলো।
পড়ুন- `গণপরিবহন চলাচলে বাধা দিচ্ছে ট্রাক শ্রমিকরা’