একটি শিশিরবিন্দু
৩ নভেম্বর ২০১৯ ০৮:২০ | আপডেট: ২ নভেম্বর ২০১৯ ২৩:২২
মাস কার্তিক, ঋতুতে হেমন্ত, বাতাসে শীতের আগমনী হাওয়া। ভোরে ঘাসের ডগায় পড়ে থাকে রাতের কুয়াশারা শিশির হয়ে। সকালের রোদে মুক্তোর মতো জ্বলজ্বল করতে থাকে সেইসব শিশিরকণা। সেইসব উজ্জ্বল আলোর কণা নিয়েই এই ছবিঘর। চট্টগ্রাম থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট- শ্যামল নন্দী।