গ্রাফিতি এঁকে আবরারকে স্মরণ
১২ অক্টোবর ২০১৯ ১৯:০৬ | আপডেট: ১৩ অক্টোবর ২০১৯ ১০:৩৫
ছাত্রলীগের নেতাকর্মীদের হাতে বুয়েটছাত্র আবরার হত্যাকাণ্ডে ফুঁসে উঠেছিল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আবরার স্মরণে ক্যাম্পাসে হয়েছে বিক্ষোভ-মিছিল, পথ-সভা, মোমবাতি প্রজ্বলন ও নাটিকা। এছাড়া দেয়ালে গ্রাফিতি এঁকে অনেকে ‘গেস্টরুম কালচার’ ও হলে র্যাগিং এর কদর্য রূপ তুলে ধরেছেন। আবরার ও তার পরিবারের শোকে আঁকা এসব গ্রাফিতি বিশ্ববিদ্যালয় এলাকার দেয়ালে দেয়ালে প্রতিবাদের স্বর তুলছে। ক্যামেরাবন্দি করেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।