৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৮ | আপডেট: ৯ সেপ্টেম্বর ২০১৯ ১৪:০৯
রাজধানীর রামপুরা বনশ্রী ও আফতাবনগর এলাকায় ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করে ১১ বছর বয়সী আসিফ হোসেন।
-
-
রাজধানীর রামপুরা বনশ্রী ও আফতাবনগর এলাকায় ঘুরে ঘুরে চানাচুর বিক্রি করে ১১ বছর বয়সী আসিফ হোসেন।
-
-
সিএনজি চালক বাবার একার আয়ে সংসার চলে না, তাই ক্লাস থ্রির পর পড়ালেখা ছেড়ে বের হতে হয়েছে উপার্জনের উদ্দেশ্যে।
-
-
রাজধানীর পথে পথে ঘুরে প্রায় দুই বছর ধরে চানাচুর বিক্রি করে সে। প্রতিদিন আয় হয় ৫০০-৬০০ টাকার মতো।
-
-
বয়সটা পড়ালেখা-খেলাধুলা করে বেড়ানো হলেওসংসারের টানাপোড়েন তাকে কর্মক্ষেত্রে নামিয়েছ। তারপরও সুযোগ পেলেই মেতে ওঠে আনন্দে।
-
-
সমবয়সী কারও দেখা পেলে ভুলে যায় সংসাদের ঘানি তার কাঁধে
ছবি: সুমিত আহমেদ