খাল নয় যেন ডাস্টবিন!
৮ সেপ্টেম্বর ২০১৯ ১০:৫১ | আপডেট: ৮ সেপ্টেম্বর ২০১৯ ১৬:০৬
রাজধানীতে একসময় অন্তত ৪৩টি খাল ছিল। এরমধ্যে ১৭টির অস্তিত্ব এখন আর নেই। বাকি ২৬টি খালের অবস্থাও মুমূর্ষু। যেমনটি মহাখালী খালের ক্ষেত্রে হয়েছে। দূষণে বিবর্ণ এ খাল যেন ঢাকার বিপর্যস্ত চেহারার প্রতিচ্ছবি। সরেজমিনে দেখা যায়, ময়লা-আবর্জনার স্তূপে পরিণত হয়ে আছে খালটি। হঠাৎ করে যে কেউ দেখলে মনে করবে এটি খাল নয় যেন ময়লা-আবর্জনা ফেলার ডাস্টবিন। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।