ঝিলপাড় বস্তি এখন বিবর্ণ ধ্বংসস্তূপ (ছবি)
১৭ আগস্ট ২০১৯ ১৫:৫৮ | আপডেট: ১৮ আগস্ট ২০১৯ ০৯:২৩
আগুনে পুড়েছে ঘরবাড়ি, আরও পুড়েছে জীবিকা-স্বপ্ন। সবমিলিয়ে বস্তিবাসীর কাছে ঝিলপাড় এক বিবর্ণ ধ্বংসস্তূপ। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন লাগে মিরপুরে চলন্তিকা মোড়ের এই বস্তিতে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। প্রায় ঘণ্টা চারেক পর রাত ১১টায় যখন আগুন নিয়ন্ত্রণের ঘোষণা দেয় ফায়ার সার্ভিস, ততক্ষণে বস্তির প্রায় তিন হাজার ঝুপড়ি ঘরের কোনোটিই অক্ষত নেই। আগুনের লেলিহান শিখায় পুড়ে ছাই হয়েছে নিম্ন আয়ের মানুষদের এই বসতি। তারা এখন রয়েছেন অস্থায়ী আশ্রয়কেন্দ্রে। পুড়ে যাওয়া বস্তির ছবি শনিবার সকালে তুলেছেন সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।