ছবিতে ঝিলপাড় বস্তির আগুন
১৬ আগস্ট ২০১৯ ২২:১১ | আপডেট: ১৬ আগস্ট ২০১৯ ২৩:৫৫
সন্ধ্যা ৭টা ২২ মিনিটের দিকে রাজধানীর মিরপুর-৭ নম্বর সেক্টরে চলন্তিকা মোড়ে ঝিলপার বস্তিতে আগুন লাগলেও এখনো নিয়ন্ত্রণে আনতে পারেনি ফায়ার সার্ভিস। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ২০টি ইউনিট।
আশে পাশের ভবন খালি করতে শুরু করেছে বস্তির বাসিন্দারা।
আগুন নেভাতে পানি সংকটে পড়েছে ফায়ার সার্ভিসের কর্মীরা। বস্থির বিভিন্ন বাসা-বাড়ি থেকে পানি নিয়ে চেষ্টা করা আগুন নেভানোর।
তিন ঘণ্টার আগুনে বস্তির প্রায় ৩ হাজার ঘর পুড়ে ছাই হয়েছে।
বস্তিতে অবৈধ গ্যাসের সংযোগ নেওয়া হয়েছে। গ্যাস লাইনের কারণে আগুন ব্যাপক মাত্রায় ছড়িয়ে পড়েছে বলে মনে করছেন ফায়ার সার্ভিসের কর্মীরা।
আগুন নেভাতে পানি সংকট দেখা দিলে আসে পাশের বাসা বাড়ি থেকে সরবরাহ করা হয় পানি।
আগুন লাগার পর বৈদ্যুতিক শর্ট সার্কিট আহত হন হাসিনা বেগম।
ফায়ার সার্ভিস, র্যাব, পুলিশ ও ওয়াসার একটানা তিন ঘণ্টার সম্মিলিত চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।