আনারসের রাজ্যে
২০ জুলাই ২০১৯ ১৮:১৮ | আপডেট: ২৪ জুলাই ২০১৯ ১৪:১৫
আনারসের জন্য বিখ্যাত টাঙ্গাইলের মধুপুর। যেখানে জন্মে সুস্বাদু ও রসালো সব আনারস। দামেও খুব সস্তা। প্রতিটি আনারসের দাম সেখানে ১০ থেকে ৩০ টাকার মধ্যে।
আনারসের মৌসুমে প্রতি শুক্র ও মঙ্গলবার সড়কজুড়ে চোখে পড়ে সারি সারি বাইসাইকেলে কৃষকদের আনারস বাজারে নেওয়ার দৃশ্য। প্রতিটি সাইকেলের দুপাশে ঝুড়ি বসিয়ে একশটির মতো আনারস বহন করে তারা।
পাইকারি ব্যবসায়ীরা তাদের কাছ থেকে আনারস কিনে সারাদেশে পাঠায় বিক্রির জন্য। ছবি তুলেছেনআবির মাহমুদ