পিকেটিং-অবরোধে আধাবেলার রাজধানী
৭ জুলাই ২০১৯ ১৫:১৬ | আপডেট: ৭ জুলাই ২০১৯ ১৫:২৪
গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে দেশব্যাপী আধাবেলা হরতাল পালন করেছে বাম গণতান্ত্রিক জোট। রোববার (৭ জুলাই) সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত রাজধানীজুড়ে চলে হরতাল কর্মসূচি। শাহবাগ-পল্টনসহ নগরীর কয়েকটি স্থানে পিকেটিং আর বিচ্ছিন্ন অবরোধে হরতাল সফল করার চেষ্টা করেন হরতাল সমর্থনকারীরা। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ছবি তুলেছেন হাবিবুর রহমান ও সুমিত আহমেদ।
গণপরিবহন কম চলায় ভোগান্তিতে সাধারণ মানুষ।
ব্যারিকেড দেওয়া হয়েছে রাজধানীর প্রধান সড়ক শাহবাগে।
স্টাফ বাস থামিয়ে রেখেছে হরতাল সমর্থনকারীরা।
সড়ক অবরোধ।
হরতালের দিন সড়কে এসে এই বাইকার পড়েছেন বিপদে।
রাস্তায় গাড়ির চলাচল ছিলো স্বাভাবিকের চেয়ে অনেক কম।
সারাবাংলা/এনএইচ