আনন্দ উৎসবে বর্ণিল রথযাত্রা
৪ জুলাই ২০১৯ ১৮:৪০ | আপডেট: ৪ জুলাই ২০১৯ ২২:৫২
ঢাকা: বর্ণিল আয়োজন আর উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। বর্ণাঢ্য সাজে জগন্নাথ দেব, শুভদ্রা ও বলরামের প্রতিকৃতিসহ বিশাল শোভাযাত্রা নিয়ে রথযাত্রাটি শুরু করেন সনাতন ধর্মাবলম্বীরা। বৃহস্পতিবার (৪ জুলাই) কীর্তনসহ ধর্মীয় সঙ্গীত আর ভক্তিমূলক প্রার্থনায় সারাদেশে শুরু হয় রথযাত্রা । রাজধানী ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন সড়ক ঘুরে রথযাত্রার উৎসবমুখর এসব মুহূর্তের ছবিগুলো ক্যামেরাবন্দী করেছেন সুমিত আহমেদ, শ্যামল নন্দী ও মামুন হোসাইন।
সারাবাংলা/ওএম