আসছে ঈদুল-আজহা, ব্যস্ত খামারিরা
৬ জুলাই ২০১৯ ১০:১৩ | আপডেট: ৬ জুলাই ২০১৯ ১৩:৪৮
ঢাকা: আসছে ঈদুল-আজহা। মুসলিমদের ধর্মীয় এই উৎসবকে সামনে রেখে রাজধানীর আশপাশের খামারিরা ব্যস্ত সময় পার করছেন। প্রস্তুত করা হচ্ছে দেশি-বিদেশি বিভিন্ন জাতের গরু ও মহিষ। গরুগুলোকে সুস্থ সবল রাখতে নিশ্চিত করা হচ্ছে স্বাস্থ্যকর পরিবেশ। প্রতিদিন গরুগুলোকে হাঁটানোও হচ্ছে নিয়ম করে। আরামদায়ক শীতল পরিবেশের জন্য তৈরি করা হয়েছে পানির ঝরণা। বিভিন্ন খামার ঘুরে ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/ওএম/জেডএফ