শিশুপ্রহরে মুখরিত বইমেলা
২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১২ | আপডেট: ২ ফেব্রুয়ারি ২০১৮ ২২:১৫
এবার একুশের বইমেলার দ্বিতীয় দিন ছিল শিশুপ্রহর; ছুটির দিন শুক্রবার অভিভাবকদের সঙ্গে আসা শিশুরা ঘুরে বেড়িয়েছে বইয়ের রাজ্যে। তাদের আনন্দ আরও বাড়িয়ে দেয় সিসিমপুরের চরিত্ররা। মেলার দ্বিতীয় দিনের ছবি তুলেছেন: সুমিত আহমেদ।
শুক্রবার শিশুপ্রহরে বইমেলায় শিশুদের মনোরঞ্জনে হাজির হয় সিসিমপুরের বিভিন্ন চরিত্র।
একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে শুক্রবার বাবা-মায়ের সঙ্গে আসা শিশুরা নিজের পছন্দের বই খুঁজছে।
একুশে বইমেলার প্রথম শিশুপ্রহরে শুক্রবার বাবা-মায়ের সঙ্গে আসা এক শিশু।
ভাষার মাসের দ্বিতীয় দিনই শুক্রবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনের মাধ্যমে দুয়ার খুললো মাসব্যাপী একুশে বইমেলার। বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওযার্দী উদ্যানে আয়োজিত মেলার পরিসর আরও বেড়েছে এবার।
বইমেলার দ্বিতীয় দিনে স্টল ঘুরে দেখছেন দর্শনার্থীরা।
সারাবাংলা/এসএ/এমআই