৯/১১: অদেখা ছবি
২০ জুন ২০১৯ ২১:৩৬ | আপডেট: ২০ জুন ২০১৯ ২১:৩৮
মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়াবহ টুইন টাওয়ার হামলার অপ্রকাশিত ২ হাজার ৪শ ছবি আবিষ্কার করা গেছে। ধারণা করা হচ্ছে কোনো একজন নির্মাণ শ্রমিক ছবিগুলো তুলেছিলেন। উদ্ধার হওয়া সিডির ছবিগুলো প্রকাশ করা হয়েছে ফিক্লারে। ৯/১১’র সেই হামলা প্রাণ যায় অন্তত ৩ হাজার মানুষের। হামলার দায়িত্ব স্বীকার করে আল-কায়েদা।
সারাবাংলা/ এনএইচ