Monday 06 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মেঘ সরিয়ে রোদের হাসি, নগরজুড়ে ঈদের খুশি


৬ জুন ২০১৯ ১৯:০৫ | আপডেট: ৬ জুন ২০১৯ ১৯:১৯

জিরাফ দেখতে ব্যস্ত সবাই। ছবিটি ঢাকা চিড়িয়াখানা থেকে তোলা।

ঈদের ছুটিতে নগরীর সব বিনোদন কেন্দ্রে  থাকে নানা বয়স ও শ্রেণি-পেশার মানুষের উপচে পড়া ভিড়। তবে এবার ঈদের পরদিনও বাগড়া দিয়েছে বৃষ্টি । কিন্তু ঈদ আনন্দ মলিন হয়নি খুব বেশি । ঢাকা এবং চট্টগ্রাম চিড়িয়াখানা, ফয়েজ লেক ও পতেঙ্গা সমুদ্র সৈকত থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও ফটো করেসপন্ডেন্ট শ্যামল নন্দী।ঢাকা চিড়িয়াখানায় ময়ূর দেখছে দর্শনার্থীরা।ঢাকা চিড়িয়াখানায় আজ ছিল অনেক মানুষের ভিড়।জিরিয়ে নিচ্ছেন কেউ কেউ। ঢাকা চিড়িয়াখানা।পতেঙ্গা সমুদ্র সৈকতে এদিন ছিল ঈদ আনন্দে মুখর।চট্টগ্রাম চিড়িয়াখানায় সেলফি তুলছে দুই শিশু।  এই হরিণ শাবকের মায়ায় পড়েছে শিশুটি। চট্টগ্রাম চিড়িয়াখানা থেকে তোলা ছবিটি।চট্টগ্রামের ফয়েজ লেকে জলের খেলায় মেতেছে তরুণরা। 

বিজ্ঞাপন

 

 

সারাবাংলা/এনএইচ

 

 

ঈদ ঈদ আনন্দ ঈদ উৎসব চিড়িয়াখানা পতেঙ্গা সমুদ্র সৈকত ফয়েজ লেক