Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিপুণ হাতের বুননে তৈরি হয় বাহারি জামদানি


৩০ মে ২০১৯ ১৭:০১ | আপডেট: ৩০ মে ২০১৯ ১৭:১৩

জামদানি শাড়ির আভিজাত্য, এর নকশায়। তাঁতিদের নিপুণ হাতে বেশ কয়েকটি ধাপে শেষ হয় জামদানি শাড়ির বুনন। মূলত ডিজাইনের ওপর নির্ধারণ করা হয় শাড়ির দাম। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জ জামদানি পল্লীর কারিগররা। জামদানি শাড়িতে করা হচ্ছে সুরমাদানি নকশা। কোনো কোনো সুরমাদানি নকশার শাড়ির দাম ৫ হাজার টাকা থেকে ১ লাখ টাকা পর্যন্ত। জামদানি পল্লি ঘুরে ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

বলা হয়ে থাকে, মিহি মসলিন কাপড়ের উত্তরাধিকারী হচ্ছে জামদানি শাড়ি। আর জামদানি বুননে গুরুত্বপূর্ণ রঙ বেরঙের সুতা।

জামদানি পল্লির আনাচে-কানাচেই থাকে সুতার দোকান। সেখান থেকেই সংগ্রহ করা এসব রঙিন সুতা।

রঙের মিশ্রণ দেওয়া হচ্ছে জামদানির সুতায়।

জামদানির মান নির্ভর করে সুতার ওপর। 

সুতা শুকানোর কাজ চলছে।

কার্পাস সুতা দিয়ে বোনা হয় জামদানি শাড়ি

জামদানি বুনছেন দক্ষ কারিগর

প্রস্তুত জামদানি শাড়ি

 

সারাবাংলা/এনএইচ

জামদানি জামদানি পল্লি ডেমরা শাড়ি শাড়ি তৈরি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর