Wednesday 01 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাগানে ভরপুর টসটসে লিচু


৩০ মে ২০১৯ ১১:৪৪

এক গোছা লাল টকটকে লিচু

বাংলা মুধমাসের অন্যতম আকর্ষণ রসালো ফল লিচু। একে তো এখন তীব্র গরম, এছাড়া আবার রমজান মাস। তাই ইফতারিতেও রয়েছে লিচুর আলাদা কদর। ঢাকায় লিচু বিক্রি হচ্ছে শ প্রতি এখন ১৭০ থেকে ৩০০ টাকা পর্যন্ত। দেশের বিভিন্ন অঞ্চলের মতো সোনারগাঁও এর গোয়ালদিই-তেও রয়েছে লিচু বাগান। সেখানে লিচু চাষি মোহাম্মদ শুকুর আলি ও তার স্ত্রী-সন্তানের লিচু সংগ্রহের ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ

বিজ্ঞাপন

গাছ থেকে লিচু সংগ্রহ করেছেন শুকুর আলি ও তার স্ত্রী

লিচুতে পোকা হয়েছে কি না তা দেখা হচ্ছে সযত্নে

গাছে গাছে লাল টকটকে লিচু

পরিবারের সবাই মিলে করছেন লিচু বাছাইয়ের কাজ

 

সারাবাংলা/এনএইচ

 

 

 

লিচু লিচু চাষ লিচুর ছবি লিচুর দাম