নানা আয়োজনে বুদ্ধপূর্ণিমা পালিত
১৮ মে ২০১৯ ১৭:২৬ | আপডেট: ১৮ মে ২০১৯ ১৮:২৩
বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব বুদ্ধপূর্ণিমা। এই পুণ্যোত্সবে বৌদ্ধ ধর্মের অনুসারীরা শুচিবস্ত্র পরিধান করে মন্দিরে মন্দিরে বুদ্ধের বন্দনা করেন। পাশাপাশি তারা পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ, সমবেত প্রার্থনা করেন। রাজধানীর খিলগাঁও ও চট্টগ্রামের বৌদ্ধমন্দির থেকে ছবিগুলো তুলেছেন সারাবাংলা ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ ও শ্যামল নন্দী।
সারাবাংলা/এমআই