জমে উঠেছে ডেমরার জামদানি পল্লি
১৭ মে ২০১৯ ১৭:৪৫ | আপডেট: ২৮ মে ২০১৯ ১৭:৫৫
এক সময় আমাদের গ্রাম-বাংলায় একটা কথা প্রচলিত ছিল, ‘নারীর আভিজাত্য ফুটে উঠে, জামদানি শাড়িতে’। জামদানি শিল্প বর্তমানে ক্ষতিগ্রস্ত হলেও তবু টিকে আছে। অনেক নারীরা এখনো জামদানি পরতে পছন্দ করেন। ঢাকায় জামদানির বড় হাট বসে ডেমরা বাজারে। প্রতি শুক্রবার ভোর ৫টা থেকে ৭টা পর্যন্ত এখানে চলে পাইকারি ও খুচরায় জামদানির বেচা-বিক্রি। কোনো কোনো জামদানি শাড়ির মূল্য ১ হাজার টাকা থেকে কোনো কোনোটি ২০ হাজার টাকা পর্যন্ত। এমনকি কেউ চাইলে পছন্দমতো অর্ডারও দিতে পারেন। ঈদকে সামনে রেখে এই হাটের আসর জমেছে। ১৭ মে ডেমরার জামদানি পাড়া থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান।
সারাবাংলা/ এনএইচ