উড়ে চলি গাঙচিলের স্বপ্ন ডানায়!
২৭ জানুয়ারি ২০১৮ ১৩:২৪ | আপডেট: ২৮ জানুয়ারি ২০১৮ ২২:৩৯
এক একটা নতুন দিন শুরু হয় পুরানো দিনের রুটিন দিয়ে। চিরপরিচিত ঢাকা শহর, তীব্র যানজট, একটানা গাড়ির হর্ন- যেন ঘুমের মধ্যে দেখা এক দুঃস্বপ্ন। যদি হঠাৎ ভেঙে যেত এ দুঃস্বপ্ন, শহর ঢাকা পরিণত হত নীল সমুদ্রে, এক পাল লোনা বাতাস ছুঁয়ে যেত হৃদয়ে আর স্বপ্নগুলো উড়ে চলত এক ঝাঁক তুষার শুভ্র গাঙচিলের ডানায় ডানায়!
নাফ নদীর নীল আকাশ, সাদা গাঙচিল আর দিগন্তের এ চিত্র ফ্রেমে আটকে ফেলেছেন সারাবাংলার স্পেশাল করেসপন্ডেন্ট জাকিয়া আহমেদ।
সারাবাংলা/এসআরপি