প্রার্থনায় যিশুকে স্মরণ
২১ এপ্রিল ২০১৯ ১১:৩৫ | আপডেট: ২১ এপ্রিল ২০১৯ ১৫:১৭
বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও রোববার (২১ এপ্রিল) পালিত হচ্ছে খ্রিষ্টান ধর্মালম্বীদের অন্যতম পবিত্র ধর্মীয় উৎসব ইস্টার সানডে। খ্রিষ্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, তিরোধানের পর এই দিনেই পৃথিবীতে পুনরুত্থান হয়েছিল যিশুর। আর তাই দিনটিতে উৎসব করেন তারা। সকাল থেকেই রাজধানীর গির্জাগুলোতে শুরু হয়েছে বিশেষ প্রার্থনা। নানান রঙে সেজেছে গির্জাগুলো। তেজগাঁওয়ের হলি রোজারিও চার্চ ও কাকরাইলের সেন্ট মেরিস ক্যাথেড্রাল চার্চের প্রার্থনার ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান ও নিউজরুম এডিটর আবদুল্লাহ আল মামুন এরিন।
সারাবাংলা/এসএমএন