জাদুঘরে মুক্তিযুদ্ধ দেখল নতুন প্রজন্ম
২৬ মার্চ ২০১৯ ১৫:১৩
স্বাধীনতার ৪৮ বছর পার করলো বাংলাদেশ। এই সময়ে যারা বাংলাদেশে জন্ম নিয়েছেন, যারা নতুন প্রজন্ম তাদের সামনে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস তুলে ধরতে তৈরি করা হয়েছে স্বাধীনতা জাদুঘর। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের এই জাদুঘরে ঢুকতেই চোখের সামনে যেন হাজির হয়ে যাবে ১৯৭১ সাল। ছবিতে, ছবিতে যে কেউ ঘুরে আসতে পারবেন ইতিহাসের সেই দিনগুলো থেকে। মঙ্গলবার (২৬ মার্চ) সকাল থেকেই স্বাধীনতা জাদুঘরে ভিড় করতে শুরু করেন বিভিন্ন বয়সী মানুষ। পরিবারের শিশুদের মুক্তিযুদ্ধের ইতিহাস জানাতে নিয়ে আসে বড়রা। বিভিন্ন ছবি দেখিয়ে সেগুলোর ইতিহাস বর্ণনা করেন তারা। শিশুরাও পরম আগ্রহে দেখেছে ইতিহাস, জেনেছে যুদ্ধের ভয়াবহতা সম্পর্কে। স্বাধীনতা জাদুঘরের সেইসব ছবি তুলেছেন সারাবাংলার ফটো করেসপন্ডেন্ট সুমিত আহমেদ।
সারাবাংলা/এসএমএন