যায় যদি যাক প্রাণ…
২৪ মার্চ ২০১৯ ১৭:৫৭ | আপডেট: ২৪ মার্চ ২০১৯ ১৮:০৩
সড়কে শৃঙ্খলা ফেরানো, দুর্ঘটনা ঠেকাতে বিশেষ ট্রাফিক সপ্তাহ, ট্রাফিক পক্ষ এবং ট্রাফিক মাস পালন করেছে ঢাকা মেট্টোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। গত বছরের জুলাই মাসে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের পর রাজধানীসহ দেশ জুড়েই এসব উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেসব উদ্যোগের পরও ফেরেনি মানুষের সচেতনতা। জীবনের ঝুঁকি নিয়ে, নিয়ম না মেনেই এখনো চলছে রাস্তা পারাপার। পথচারীদের রাস্তা পারাপারের দৃশ্য দেখলেই মনে হয় ‘যায় যদি যাক প্রাণ’ তাতে কী আর আসে!
রাজধানীর গুলিস্তান, শাহবাগসহ বিভিন্ন সড়কে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপারের এই ছবিগুলো তুলেছেন সারাবাংলার ফটোকরেসপন্ডেন্ট সুমিত আহমেদ সোহেল।
সারাবাংলা/এমও