ছবিতে ছবিতে হোলি উৎসব
২১ মার্চ ২০১৯ ২১:২১ | আপডেট: ২২ মার্চ ২০১৯ ১৪:১০
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দোল পূর্ণিমা বা হোলি উৎসব উদযাপিত হয়েছে ঢাকাসহ সারাদেশ জুড়ে। এ উপলক্ষে বৃহস্পতিবার (২১ মার্চ) বিভিন্ন মন্দিরে পূজা, প্রসাদ বিতরণ ও নানান ধর্মীয় আয়োজন করা হয়। তরুণ-তরুণীরা রঙে সাজিয়েছেন নিজেদের। হিন্দু বৈষ্ণব বিশ্বাস অনুযায়ী এদিন শ্রীকৃষ্ণ বৃন্দাবনে রাধিকা এবং তার সখীদের সঙ্গে রঙের খেলায় মেতেছিলেন। সেই ঘটনা থেকেই দোল খেলার উৎপত্তি।
ঢাকার বিভিন্ন কলেজ বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটোকরেসপন্ডেন্ট হাবিবুর রহমান এবং চট্টগ্রাম থেকে হোলি উৎসব ক্যামেরাবন্দি করেছেন ফটোকরেসপন্ডেন্ট শ্যামল নন্দী।
সারাবাংলা/এনএইচ