শুটকি পল্লীর কর্মযজ্ঞ
১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১
বঙ্গোপসাগরের কূলঘেঁষা বাঁকখালী নদীর মোহনার দুপাশে অবস্থিত দেশের বৃহত্তম শুটকিপল্লী নাজিরটেক। সাগর থেকে আহরিত নানা প্রজাতির মাছ এখানে শুটকি করা হয়। শত শত জেলে এখানে সাগর থেকে মাছ ধরে সনাতন পদ্ধতিতে রোদে শুকিয়ে শুটকি করে। প্রতিবছর শীতের সময় শুটকির মৌসুম।
নাজিরটেক শুটকিপল্লীতে শুটকি তৈরির বিশাল কর্মযজ্ঞের প্রথম পর্বে থাকছে জেলেদের মাছ ধরা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান
সারাবাংলা/এমআই