Saturday 11 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

শুটকি পল্লীর কর্মযজ্ঞ


১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৬:৫৩ | আপডেট: ১০ ফেব্রুয়ারি ২০১৯ ১৭:৩১

বঙ্গোপসাগরের কূলঘেঁষা বাঁকখালী নদীর মোহনার দুপাশে অবস্থিত দেশের বৃহত্তম শুটকিপল্লী নাজিরটেক। সাগর থেকে আহরিত নানা প্রজাতির মাছ এখানে শুটকি করা হয়। শত শত জেলে এখানে সাগর থেকে মাছ ধরে সনাতন পদ্ধতিতে রোদে শুকিয়ে শুটকি করে। প্রতিবছর শীতের সময় শুটকির মৌসুম।

নাজিরটেক শুটকিপল্লীতে শুটকি তৈরির বিশাল কর্মযজ্ঞের প্রথম পর্বে থাকছে জেলেদের মাছ ধরা। ছবি তুলেছেন সারাবাংলার সিনিয়র ফটো করেসপন্ডেন্ট হাবিবুর রহমান 

 

বিজ্ঞাপন

বিশাল আকারের জাল নিয়ে সমুদ্রের দিকে যাচ্ছেন জেলেরা।

 

ঘাটে ভিড়েছে নৌকা, জাল নিয়ে সাগরে নামার অপেক্ষা

 

বিশাল আকারের জালগুলো নৌকায় তুলে গভীর সমুদ্রের দিকে যাত্রা করেছেন জেলেরা

 

নৌকা থেকে মাছ নামানোর জন্য টুকরি নিয়ে ঘাটে প্রস্তুত রাখা হচ্ছে

 

মাছ ধরে নৌকাগুলে ফিরে এসেছে ঘাটে

 

নামানো হচ্ছে মাছ

 

যাচ্ছে শুটকি পল্লীর দিকে

সারাবাংলা/এমআই

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর