সাপের খেলা
৮ জানুয়ারি ২০১৮ ১৪:০৯ | আপডেট: ৮ জানুয়ারি ২০১৮ ১৭:১৯
এক সময় সাপের খেলা ছিল হাটবাজারে-গ্রামাঞ্চলে জনপ্রিয় খেলা। গ্রামাঞ্চলে এখন সাপ খেলা তেমন চোখেই পড়ে না। একসময় বেদে সম্প্রদায়ের লোকেরা সাপ খেলা দেখিয়ে তাদের জীবিকা নির্বাহ করতেন। গ্রামে এখন এদের দেখা না গেলেও মিরপুরে হঠাৎ দেখা মেলে সাপ খেলোয়াড় এক বেদে পুরুষের।
উপস্থিত দর্শনার্থীরাও বেজায় খুশি হয়েছিল সাপের নাচনে। ছবি : সারাবাংলার সিনিয়র আলোকচিত্রী হাবিবুর রহমান।