Friday 10 Jan 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঐ দেখা যায় বাঘ মামা!


২৪ আগস্ট ২০১৮ ১৯:০৪ | আপডেট: ২৪ আগস্ট ২০১৮ ২০:১৬

“গায়ে ডোরা কাটা দাগ/ রাগে চোখ জ্বলছে/ গর্জন করে দেখো/ বাঘ ওই চলছে। বনে বনে ঘোরে ফেরে/ শিকারের জন্য/ যারে পায় তারে খায়/ মেজাজটা বন্য।”

বাঘ

ঈদের ছুটিতে বন্ধ স্কুল। নেই পড়ার চাপ। কোথায় কোথায় বেড়াতে যাবে সেই তালিকায় চিড়িয়াখানা থাকবে না- তা কী হয়! তাই ঈদের ফাঁকা ঢাকায় ভিড় বিনোদন কেন্দ্রগুলোতে আর চিড়িয়াখানায়। শুক্রবার ছবিগুলো তুলেছেন সুমিত আহমেদ

চিড়িয়াখানা
দুপুরের পর থেকেই চিড়িয়াখানায় ভিড় বাড়তে থাকে। শিশুদের নিয়ে বেড়াতে আসছেন বিভিন্ন বয়সীরা।


ভয় ভয় করলেও, শিশুদের আগ্রহ বাঘের খাঁচায়।

বাঁদর
শিশুদের পছন্দের আরেক প্রাণী বাঁদর। তাই বাঁদরের খাঁচার সামনে থেকে ভিড় সরে না।

কুমির

ডুব দিয়েছে তো দিয়েছেই! কখন আরেকবার উঠবে কুমির, সেই অপেক্ষায় শিশুরা।

জিরাফ

“জিরাফ আজব জীব/ আছে দেখো দাঁড়িয়ে/ সাত হাত গলাখানা/ আকাশেতে বাড়িয়ে/ আগডালে মগডালে খায় পাতাপত্তর/ বিপদ দেখতে পেলে/ সরে পড়ে সত্তর।”

জেব্রা

“ডোরাকাটা দেহখানা/ ঘোড়া বলে মনে হয়/ ভালো করে দেখো চেয়ে/ ঘোড়া নয় নিশ্চয়/ নামটি জেব্রা ওর/ তাড়া খেলে একবার/ লাফ দিয়ে প্রন্তর/ পলকেতে হবে পার।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর