সাড়া ফেলেছে সারাবাংলা
৬ ডিসেম্বর ২০২২ ০৯:০৪ | আপডেট: ৬ ডিসেম্বর ২০২২ ১৯:০৩
অনলাইন নিউজ পোর্টাল সারাবাংলা পাঁচ বছর অতিক্রম করে পা রাখল ছয় বছরে। পাঁচ বছর বেশি সময় না একটি পত্রিকার জন্য। কিন্তু এই পাঁচ বছরেই দেশ-বিদেশের লক্ষ-কোটি পাঠকের মন জয় করে নিয়েছে সারাবাংলা।
খবরের বস্তুনিষ্ঠতা, নিরপেক্ষতা সর্বোপরি বিশ্বাস যোগ্যতা ও তাৎক্ষণিক খবর সরবরাহের কারণেই সারাবাংলা এত দ্রুত পাঠকপ্রিয়তা পেয়েছে। অল্প সময়েই সারাবাংলা পাঠক মহলের কাছে এক বহুল সমাদৃত অনলাইন নিউজ পোর্টাল হিসেবে নিজের জায়গা করে নিয়েছে, সাড়া ফেলেছে। সবচেয়ে বড় কথা- সারাবাংলা মুক্তিযুদ্ধের চেতনা লালন করে এগিয়ে যাচ্ছে। সারাবাংলা প্রগতির কথা, উন্নয়নের কথা, সমৃদ্ধির কথা অত্যন্ত সুস্পষ্টভাবে বলে যাচ্ছে। নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে সব মত ও পথের সংবাদ এবং মতামত বস্তুনিষ্ঠভাবে প্রকাশ করে একে একে পাঠক মহলে শক্ত অবস্থান করে নিচ্ছে সারাবাংলা।
সারাবাংলার পাঠক বৃদ্ধির সঙ্গে সঙ্গে সারাবাংলা নতুন লেখক তৈরি করছে। কলেজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, এনজিও কর্মী, সোশ্যাল ওয়ার্কার, রাজনৈতিক কর্মী থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রের সৃজনশীল মানুষ সারাবাংলায় লিখছে। তাতে বিভিন্ন কর্মক্ষেত্রের মানুষের মনোভাব ফুটে উঠছে সারাবাংলার মাধ্যমে। সারাবাংলায় দেশবরেণ্য রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক, শিক্ষাবিদ, সমাজকর্মী, কলামিস্ট নিয়মিত লিখে যাচ্ছেন। এই গণমাধ্যমটি এখন পর্যন্ত কোনো অপ-সাংবাদিকতায় লিপ্ত হয়নি, হয়নি হলুদ সাংবাদিকতায় লিপ্ত। আশা করা যায় এই ধারা অব্যাহত রাখবে সারাবাংলা।
সারাবাংলাকে আরও নির্ভিক হতে হবে। সমাজের সব অসঙ্গতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে, জঙ্গিবাদ-ধর্মান্ধতার বিরুদ্ধে, সমাজের সকল অপশক্তির বিরুদ্ধে দৃঢ় কণ্ঠে লিখে যেতে হবে। সারাবাংলা শুধু সারাবাংলারই নয়, সারাবিশ্বের মানুষের কথা বলবে। সারাবাংলা বঙ্গবন্ধুর কথা, মুক্তিযুদ্ধের কথা, প্রগতির কথা, উন্নয়নের কথা বুক টান করে মাথা উঁচু করে বলে, এবং ভবিষ্যতেও বলবে।
এখন প্রতিযোগিতার যুগ। মুহূর্তের খবর মুহূর্তের মধ্যেই বস্তুনিষ্ঠভাবে পৌঁছে দিতে হবে পাঠকের কাছে। লেখা প্রকাশে আনতে হবে বৈচিত্র্য। অনলাইন পত্রিকা চালানো ব্যায় সাপেক্ষ ও চ্যালেঞ্জিং। প্রতিনিয়ত যুদ্ধ করে লড়ে যেতে হয়। পাঠক ধরে রাখতে হয়। লেখার মান ঠিক রেখে এগিয়ে যেতে হয়। শুধু ব্যাবসায়িক বা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটি পত্রিকা চালানো সমুচীন নয়। সেই জায়গা থেকে সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে উঠছে সারাবাংলাকে। প্রান্তিক মানুষের কথা, আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি কৃষি ও কৃষকের সুবিধা-অসুবিধার কথা জোরালভাবে তুলে ধরতে হবে। এছাড়া রেমিট্যান্স যোদ্ধাদের কথা গুরুত্ব সহকারে তুলে আনতে হবে।
সারাবাংলা তার বস্তুনিষ্ঠ লেখনি ও সময়োপযোগী প্রতিবেদনের মাধ্যমে গণমানুষের কণ্ঠস্বরে পরিণত হোক প্রতিষ্ঠাবার্ষিকীতে এটাই প্রত্যাশা। সারাবাংলা সবসময় দেশকে ইতিবাচকভাবে তুলে ধরবে এটাই প্রত্যাশা। সব নেতিবাচক বিষয়ের মুখোশ উন্মোচন করে পাঠক প্রিয়তার শীর্ষে অবস্থান করবে সারাবাংলা- এটাই একজন ক্ষুদ্র লেখক ও পাঠক হিসেবে চাওয়া। প্রতিষ্ঠাবার্ষিকীর এই শুভক্ষণে সারাবাংলার সাংবাদিক, পাঠক, লেখক, শুভানুধ্যায়ী ও কর্তৃপক্ষকে আন্তরিক শুভেচ্ছা। সারাবাংলা উত্তরোত্তর আরও সমৃদ্ধ হোক, এগিয়ে যাক।
লেখক: রাজনীতিক
সারাবাংলা/এসবিডিই/এএসজি